Cvoice24.com

দুর্গোৎসব উপলক্ষে ফতেয়াবাদ পল্লী সমিতি’র বস্ত্র বিতরণ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ১১ অক্টোবর ২০২১
দুর্গোৎসব উপলক্ষে ফতেয়াবাদ পল্লী সমিতি’র বস্ত্র বিতরণ

শত বছরের ঐতিহ্যেবাহী চট্টগ্রামে হাটহাজারী উপজেলা ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির উদ্দেশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি পূজা মণ্ডপ প্রাঙ্গণে সংগঠনে সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে নটরাজ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

প্রধান অতিথি বক্তব্য সিটি মেয়র বলেন, বর্তমান সরকার প্রত্যক ধর্মের স্বাধীনতা বিশ্বাসী। কারণ একাত্তরের মুক্তিযুদ্ধে জাতি ধর্মে নির্বিশেষে অংশ গ্রহণ করেছিল দেশে স্বাধীননতা সূর্যকে চিনিয়ে আনার জন্য, সেখানে কোন ধর্মীয় ভেদাভেদ ছিল না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর আহবানে সাড়া দিয়ে দেশের আপামর জনসাধারণের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। একটি মহল বর্তমান সরকারের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এ আসুরিক শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকতে হবে। 

স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ পল্লী সংগঠন এর আহবায়ক সাংবাদিক নুপুর কান্তি দেব।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী শফিউল আজম, চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া।

এসময় সংগঠনের সাধারণ সম্পদক অধ্যাপক বিকাশ নন্দী, সংগঠনের সাবেক সভাপতি উজ্জল পাল, ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদের সমন্বয়ক বিপ্লব ধর, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বিপ্লব কুমার চৌধুরী, উপজেলা নেতা এসএম মোরশেদুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাজী আলমগীর আলীসহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়