Cvoice24.com

চান্দগাঁওতে ‘ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প’ উদ্বোধন ছাত্রলীগের

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ১২ অক্টোবর ২০২১
চান্দগাঁওতে ‘ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প’ উদ্বোধন ছাত্রলীগের

নগরের চান্দগাঁও এলাকার সেন্ট্রাল মোহরা পূজা মণ্ডপের সামনে তিন দিনব্যাপী ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প স্থাপন করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগ।

মঙ্গলবার (১২ অক্টোবর) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগিরের উপস্থিতিতে এই ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নগর ছাত্রলীগের সদস্য ইমাম উদ্দিন নয়ন, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নূরুননবী সাহেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম (শহীদ), মোহরা শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি শীপন দাশ, সাধারণ সম্পাদক অজয় ভট্টাচার্য, ডা. টিএমএম ইসলাম মিয়াজী (নিশান) উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ সানি, সাজ্জাদ আলম, মো অভি, জোনাইদ হোসাইন জামি, হাসনাত পারভেজ, মামুনুর রশীদ, তুহিন, তোহিদ সম্রাট, এস এম আসাদ, মিনহাজ উদ্দিন ঝুমন, ইমন, আব্দুল্লাহ ফয়সাল, শাহাদাত হোসেন আবিদ, ফাহিম শাহ, মাহির আল ফয়সাল, কাজী তফসীর, আফতাব উদ্দিন গালিব, আমিনুল ইসলাম রোহান, সামির, ইশান, শান্তনু দাশ, তানজিম প্রমুখ।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়