Cvoice24.com

জেএম সেন হলে চারদিন ব্যাপী শ্রী শ্রী রাস মহোৎসব শুরু

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ১৮ নভেম্বর ২০২১
জেএম সেন হলে চারদিন ব্যাপী শ্রী শ্রী রাস মহোৎসব শুরু

চারদিন ব্যাপী শ্রী শ্রী রাস মহোৎসব শুরু

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চারদিন ব্যাপী শ্রী শ্রী রাস মহোৎসব শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর জেএম সেন হল প্রাঙ্গনে  সহস্র দামোদর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রাস মহোৎসবের উদ্বোধন করা হয়। বাঁশখালী ঋষিধাম ও তুলসী ধামের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন। অনুষ্ঠানে বিভিন্ন মঠ, মিশন ও মন্দিরের সাধু, বৈষ্ণব মহারাজবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তপোবন আশ্রয়ের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শক্তি নাথানন্দ মহারাজসহ বিভিন্ন সাধুসন্তবৃন্দ উপস্থিত ছিলেন। 

রাস মহোৎসব উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ অনুষ্ঠান প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন। আগামীকাল ১৯ নভেম্বর থেকে ষোড়শ প্রহর ব্যাপী মহানাম শুরু হবে। 

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিএমপি পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এড চন্দন তালুকদার, মহানগর পুজা উদযাপন পরিষদ সভাপতি আশীষ ভট্টাচার্য, চট্টগ্রাম জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল পালিত, মহানগর পুজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মহানগর পুজা উদযাপন পরিষদ সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, রত্নাকর দাশ টুনু, শ্রী প্রকাশ দাশ অসিত, মিথুন মল্লিক, এড নিখিল কুমার নাথ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়