Cvoice24.com

শুরু হল র‍্যাংকস এফসির ‘ব্রীজি ট্যারেস’ প্রকল্পের নির্মাণ কাজ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:২৬, ২০ মে ২০২২
শুরু হল র‍্যাংকস এফসির ‘ব্রীজি ট্যারেস’ প্রকল্পের নির্মাণ কাজ

র‍্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড

চট্টগ্রাম নগরের অভিজাত দক্ষিণ খুলশি আবাসিক এলাকার এক নম্বর সড়কে প্রায় ৭ কাঠা ভূমিতে র‍্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের বিলাসবহুল সিঙ্গেল ইউনিট এপার্টমেন্ট প্রকল্প ‘ব্রীজি ট্যারেস’র নির্মাণ কাজ শুরু হয়েছে। 

শুক্রবার (২০ মে) প্রকল্প এলাকায় ফিতা কেটে এবং গ্রাউন্ড ব্রেকিং-এর মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয়। র‍্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ফারুক চৌধুরী এবং সিইও তানভীর শাহরিয়ার রিমন  ভূমি মালিক সাখাওয়াত হোসেনকে সাথে নিয়ে এই প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

এসময় র‍্যাংকস এফসির ডেপুটি  জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভলপমেন্ট) শফিউল আলম জুয়েলসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের উপ বিপণন ব্যবস্থাপক ওয়াজউদ্দীন মিলন জানান, সিঙ্গেল ইউনিট এই অত্যাধুনিক প্রকল্পে থাকছে চার শয়ন কক্ষের ২৬৮১ বর্গফুটের একেকটি অ্যাপার্টমেন্ট । প্রকল্পে থাকছে হাইস্পিড ইউরোপিয়ান লিফ্ট, ফুল হাইজ ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই, স্টার লাউঞ্জ, ইনোভেটিভ ভার্টিকাল গ্রিণ ওয়াল, ইকুইপড জিম ইত্যাদি ।

প্রকল্পটির আর্কিটেকচারাল ডিজাইন করেছে র‍্যাংকস এফসির অঙ্গ প্রতিষ্ঠান ইনস্পেস । প্রকল্পটি ২০২৩ সালের মাঝেই মাত্র ১৮ মাসে গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সর্বশেষ

পাঠকপ্রিয়