Cvoice24.com

নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে আ জ ম নাছির উদ্দীনের শোক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ২৯ জুন ২০২২
নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে আ জ ম নাছির উদ্দীনের শোক

আ জ ম নাছির উদ্দীন ও নির্মল রঞ্জন গুহ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন গভীর  শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তিনি নির্মল রঞ্জন গুহ’র আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

নির্মল রঞ্জন গুহকে গুরুতর অসুস্থ অবস্থায় ১২ জুন দিনগত রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হার্টে দুটি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। অবস্থার উন্নতি না হলে ১৬ জুন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়