নানা আয়োজনে শোক দিবস পালন করলো পুনাক সিএমপি
সিভয়েস ডেস্ক

নানা কমূসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
সোমবার (১৫ আগস্ট) জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে পুনাক কার্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও পুনাক কর্মীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়া কদম মোবারক মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি পুনাকের সভানেত্রী রীতা দাস, সহ-সভানেত্রী রুবি ইয়াসমিনসহ অন্যান্য সদস্যবৃন্দ ও কর্মীগণ।
সভায় বক্তারা, মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদত বরণকারী সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। বাংলাদেশের বঙ্গবন্ধুর ঘাতকদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন তারা। তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম ও স্বপ্নের বার্তা।