Cvoice24.com

সিআইইউর সহকারি ডিন বেলায়েতের হোসেনের পিএইচডি ডিগ্রি অর্জন     

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২২
সিআইইউর সহকারি ডিন বেলায়েতের হোসেনের পিএইচডি ডিগ্রি অর্জন     

সিআইইউর স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন

ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া (ইউইউএম) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন। 

তার পিএইচডি অভিসন্দর্ভ ছিল ‘বাংলাদেশ এবং মালয়েশিয়ার বৈদেশিক বিনিয়োগ আইন’। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিভার্সিটি উতারার সিন্ডিকেট বৈঠকে এই ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। 

ডিন হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি মোহাম্মদ বেলায়েত হোসেন সিআইইউর স্কুল অব ল অনুষদের সহকারি অধ্যাপক পদেও কর্মরত রয়েছেন। 

২০১৭ সালে তিনি সিআইইউতে প্রভাষক পদে যোগদান করেন। এর আগে ড. বেলায়েত হোসেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বাণিজ্যিক এবং কর্পোরেট আইনে এলএলএম সম্পন্ন করেন। একই দেশের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন এলএলবি (অনার্স) ডিগ্রি। ইউনিভার্সিটি অব লন্ডন থেকেও তিনি সফলতার সঙ্গে আইন বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। 

শিক্ষকতার পাশাপাশি ড. বেলায়েত হোসেন আন্তর্জাতিক অর্থনৈতিক আইন, বৈদেশিক বিনোয়োগ আইন নিয়েও গবেষণায় জড়িত। কৃতিত্বের সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। 

সর্বশেষ

পাঠকপ্রিয়