Cvoice24.com

প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় শিক্ষা খাতে আমূল পরিবর্তন এসেছে- আ জ ম নাছির

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ২০ সেপ্টেম্বর ২০২২
প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় শিক্ষা খাতে আমূল পরিবর্তন এসেছে- আ জ ম নাছির

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে একটি অধ্যাদেশের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের জাতীয়করণ করেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। ২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেন ও সহকারী শিক্ষকদের বেতনস্কেল এক ধাপ উন্নীত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজিম শরীফ আরা ফাউন্ডেশনের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে নয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে মানুষের রক্তের গ্রুপ-নির্ণয়, ডায়বেটিকস ও ব্লাড প্রেসার চেকআপসহ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বিতরণ করা হচ্ছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক তনিশ্রা সেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি ডাঃ পারভেজ ইকবাল শরীফ, আজিম শরীফ-রওশান আরা ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল, ডাঃ শারমিন, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা আখতার প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন মোঃ আনিছ খোকন, আব্দুল মোনায়েম, মো: ইসহাক, কোহিনুর আখতার, শামীমা আখতার, শিক্ষক শিখা রানী শীল, শামসুন নাহার রুবা, রওশান শরীফ তানি, নাসরিন আখতার, আনিছ আহমেদ মনি, আখতারুজ্জামন সোহেল, মামুনুর রশিদ, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, আফিয়া প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়