Cvoice24.com

মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতারা 

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২২
মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতারা 

বিশেষ টিমের প্রহরায় মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ নেতারা

চট্টগ্রামের জেএম সেন হলে হামলাকারীরা সবাই জামিনে থাকায় এবারের দুর্গাপূজায় শঙ্কার কথা জানিয়েছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও চট্টগ্রাম মহানগর নেতারা। তাদের সব শঙ্কা দূর করতে মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দিয়েছেন ছাত্রলীগ নেতারা।

চান্দগাঁও থানা ছাত্রলীগ  সভাপতি মো. নূরুন নবী সাহেদ প্রতিমা পৌঁছে দিতে নেতাকর্মীদের নিয়ে গঠন করেছেন কয়েকটি টিম। সেই টিমের সহযোগিতায় চান্দগাঁও থানার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দিয়েছেন। দায়িত্ব নিয়েছেন বিসর্জনের সময়ের নিরাপত্তারও।
প্রতিমাবাহী গাড়ির সামনে ও পেছনে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাঁরা এগিয়ে নেবেন। পাশাপাশি বিভিন্ন মণ্ডপে অবস্থান নিয়ে প্রতিমার গায়ে যাতে কেউ আঁচড় লাগাতে না পারন সেদিকে সুক্ষ্ণভাবে নজরদারি রাখবেন। 

আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ছাত্রলীগের টিমগুলোর কার্যক্রম। বিভিন্ন মণ্ডপে নিরাপত্তা দিয়ে প্রতিমাগুলো পৌঁছে দেন তারা। এসময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম ,শাহীন নুর মহম্মদ সানি, সাজ্জাদ হোসেন, আবদুল্লাহ ফয়সাল, আফতাব উদ্দিন তাহসিন, নঈম উদ্দীন হাসান বিজয়, মুন্না,আসিফ হাসান, মোহাম্মদ মিনহাজ, মোহরা ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম রোহান,যুগ্ন আহ্বায়ক জুমন, (সদস্য) ইসতিয়াক গণি ইফতি, মাহি ফয়সাল,সাজ্জাদ হোসেন,ইমদাদুল হক তুহিন

ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ।

নগরীর কালুরঘাটের শ্রীমৎ স্বামী তারানন্দ মহাকালী যোগাশ্রমের হিসাব রক্ষক তুহিন দাস বলেন, আমাদের প্রতিমা আনার সময় চান্দগাঁও থানা ছাত্রলীগের নেতাকর্মীরা যে সহযোগিতা দেখিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। এ জন্য থানা ছাত্রলীগের সভাপতিসহ সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।

তারানন্দ মহাকালী যোগাশ্রম সার্বজনীন শারদীয় দুর্গোৎসব পরিষদের অর্থ সম্পাদক সুকান্ত বলেন, আজকাল প্রায়শ দেখা যায় প্রতিমা আনা-নেওয়ার সময় সহিংসতার ঘটনা ঘটে। সেজন্য প্রতিমা আনার আগে আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম। তবে চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি সাহেদ ভাইয়ের নেত্বত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা যেভাবে আমাদের পাশে থেকেছেন তা অঅভূতপূর্ব। তাঁদের কারণে এবার আমরা নিশ্চিন্তে প্রতিমা আনতে পেরেছি।

একইভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারানন্দ মহাকালী যোগাশ্রম সার্বজনীন শারদীয় দুর্গোৎসব পরিষদের সভাপতি অজয় দাশ,তিনি বলেন, প্রতিমা পরিবহনের সময় ছাত্রলীগের ভাইয়েরা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, তা সারাজীবন মনে থাকবে।

এমন উদ্যোগের বিষয়ে চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নূরুন নবী সাহেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ এখন সারাবিশ্বের মধ্যেই রোল মডেল।
এর মধ্যেই একটি চক্র বারবার বিভিন্ন মণ্ডপে হামলা চালিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভেদের দেয়াল গড়তে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নানা ছুতোয় তারা মণ্ডপে হামলা চালায়, প্রতিমা ভাঙচুর করে। এবারও এমন কিছু হতে পারে বলে আশঙ্কা করছে পূজা কমিটি। চান্দগাঁও থানা ছাত্রলীগ অতীতের মত এবার  হিন্দু সম্প্রদাযের ভাই বোনদের পাশে দাঁড়িয়েছি।  আমরা নিরাপত্তা দিয়ে বিভিন্ন মণ্ডপে প্রতিমা পৌঁছে দিয়েছি। একইভাবে আমরা প্রতিমা বিসর্জনের দিনও নিরাপত্তা দেব। পাশাপাশি বিভিন্ন মণ্ডপে অবস্থান করে প্রতিমা পাহারা দেওয়ার কাজও করব।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়