Cvoice24.com

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে চান্দগাঁওয়ে প্রচারণা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ২৪ নভেম্বর ২০২২
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে চান্দগাঁওয়ে প্রচারণা

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে চান্দগাঁও এলাকায় প্রচারণা চালিয়েছে ছাত্রলীগ। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও ওমরগনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চুর পক্ষে চান্দগাঁও থানা ছাত্রলীগের নেতাকর্মীরা এ প্রচারণা চালান।

বহদ্দারহাট চত্বর থেকে একটি সুসজ্জিত ট্রাকযোগে প্রচার ও প্রচারণা শুরু হয়ে বদ্দারহাট, এক কিলোমিটার, বাস টামিনাল, চান্দগাঁও আবাসিক  এ ব্লক -বি ব্লক , পুরাতন চান্দগাঁও , মৌলভিপুকুর পাড়, সি এন্ড বি. শিল্প এলাকা, বাহির সিগন্যাল, রাস্তার মাথা , মৌলভীবাজার,কালুরঘাট গলিতে থানা ছাত্রলীগের সভাপতি মো. নুরুন নবী সাহেদর সঞ্চালনায় এ প্রচারণা চালানো হয়।

পথসভায় বক্তাব্য রাখেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল এম আশারাফুল আলম আশরাফ, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসরাল হক এসরাল,কাজী মামুন, সাইফু উদ্দীন সান্টু, তারিকুল ইসলাম তানিম, জাবেদ হোসেন জিকু, নূরুন নবী সাহেদ, সাজ্জাদ আলম, নুর মোহাম্মদ সানি, দিদারুর হাসান শাহিন, আবদুল হাকিম ফয়সাল, সালাহ উদ্দিন কাদের আরজু, সোহেল তালুকদার, তৌহিদুল আলম সুমন, আনোয়ার কবির আকাশ, সাগর দাশ, আফতাব উদ্দীন তাহসিন, আবদুল্লাহ ফয়সাল, তুহিন দাশ, শাহাদাত হোসেন আবিদ, ফারদিন চৌধুরী, মাহির আল ফয়সাল, ফাহিম শাহ, আমিনুল ইসলাম রোহান,ইব্রাহিম সাঈদ,ইশতিয়াক গনি ইফতি, ইসমাইল হোসেন হৃদয়, আসিফ হাসান, মো মিনহাজ, ফরহাদ আরফিন, জাহেদুল ইসলাম জামসেদ,আজিম উদ্দীন আহাদ, জিসান আফরার, আশরাফুল ইসলাস ফাহিম, আমর বিন হাসান, ইরফানুল হক আসিফ,মো ইরফান,দ্বীপ্ত দাশ, আতিকুর রহমান শাহিন, সাহেদ হোসেন জিসান, হামিদ হোসেন সাইমন,মো মাইনুউদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়