Cvoice24.com

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ 

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ৮ ডিসেম্বর ২০২২
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ 

ঢাকায় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ মিছিল

ঢাকার নয়াপল্টনে বিএনপি নৈরাজ্য, অরাজকতা ও পুলিশের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।বৃহস্পতিবার বিকেলে যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে টেকনিক্যাল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টেক্সটাইল মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাবেক ছাত্রনেতা আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে সহিংসতা করছে। 

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সমুচিত জবাব দিতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে রাজপথে যুবলীগ রয়েছে এবং থাকবে।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা ইকবাল হোসেন জুয়েল, নুরুল হক মনির, বেলাল উদ্দীন, মোহাং সিরাজ, মহিনউদ্দীন তুষার, মো. আজমল, বেলাল উদ্দিন, মনিরুল হক মনির, শাহরিয়ার ইসলাম রাজু, মো. আলাল, মো. ফয়সাল, মো. ইসমাইল, মো. ইব্রাহিম সহ বায়েজিদ ও খুলশী থানা যুবলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়