Cvoice24.com

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ নেতাকর্মীদের কাজ করতে বললেন আ.জ.ম নাছির

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩, ১৪ জানুয়ারি ২০২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ নেতাকর্মীদের কাজ করতে বললেন আ.জ.ম নাছির

কথা নয় কাজের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রজদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে বলেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেছেন, প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আগেই বাস্তবায়ন হয়েছে। এখন তার লক্ষ্য বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে পরিণত করা। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অগ্রজ নেতাকর্মীদের সাথে একাত্ম হয়ে কাজ করতে হবে। কথায় নয় নেতাকর্মীদেরকে কাজের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশের মাইলস্টোন স্পর্শ করতে হবে। 

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার দুপুরে
মহানগর ছাত্রলীগের সংগঠক মহিদুল ইসলাম অনিকের ব্যবস্থাপনায় সাগরিকা চৌরাস্তার মোড় চত্বরে গরীব দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহানগর ছাত্রলীগের সংগঠক শহীদুল আলম আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, সাধারণ সম্পাদক মো. আসলাম সওদাগর, ডা. মো. আরিফুল আমিন, শেখ আবদুল মান্নান, আলমগীর আলম, জিয়াউল হক খসরু, রেজাউল করিম ভুট্টু, পংকজ মহাজন, মো. ফারুক সুজিত দাশ, সুমন দেবনাথ, চৌধুরী জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মো. মনসুর আলী চৌধুরী, মো. দিদারুল আলম, মো. আমির খসরু, মো. কামাল উদ্দিন, মো. মুকিত, সৌমেন ঘোষ, মঞ্জুরুল আলম বাপ্পী, রফিকুল ইসলাম রুবেলসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়