Cvoice24.com

ষোলশহরে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নোমান আল মাহমুদ এমপি

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৪, ২৯ আগস্ট ২০২৩
ষোলশহরে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নোমান আল মাহমুদ এমপি

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। 

অনুষ্ঠানে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে ইমাম হোসেন নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকু, কর্মসংস্থান সম্পাদক নইমউদ্দিন খান, মোসলেহ উদ্দিন  লিটন, মাহমুদুল হক আবু, আবুল হাশেম মুরাদ, ফরহাদ খান ইরফান, এইচ এম রাফান, সোহেল রহমান প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট  সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। দোয়া শেষে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়