পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বাদলের মৃত্যুবার্ষিকতে কবর জিয়ারত
সিভয়েস ডেস্ক

পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুব সংগঠক শহীদ মেহেদি হাসান বাদলের অষ্টম মৃত্যুবার্ষিকীতে পালিত হয়েছে। এদিন সাবেক এ ছাত্রনেতার কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সদস্য মো.ঈসা , মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান ইউসুফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দী, ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান টিটু, ফজল আমিন তৌহিদুল ইসলাম, মাসুদ রানা মনি, ঈসমাইল হোসেন সোহেল, ইয়াসিন আরাফাত বাপ্পী প্রমুখ।
কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে শোকশন্তপ্ত পরিবারের খবর নিতে সাবেক এই ছাত্রনেতার বাসায় ছুটে যান সাবেক মেয়র আ জ ম নাছির সাংসদ নোমান আল মাহমুদ।