দারুল মুস্তফা মডেল মাদরাসায় সভাপতি হলেন নুরুল আলম, সম্পাদক সৈয়দ ইসহাক
সিভয়েস ডেস্ক

চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদরাসার অবকাঠামো ও শিক্ষার মানসহ সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দারুল মুস্তফা মডেল মাদরাসার ভূমিদাতা আলহাজ্ব কবির আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন দারুল মুস্তফা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল।
মাদরাসার সুপার মাওলানা মোরশেদুল আলম কাদেরীর পরিচালনায় সভায় অতিথি ও আলোচক ছিলেন ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আসাদুল হক, এ.আর ওসমান হায়দার, নুরুল আলম মানিক সও, আবুল হাশেম সও, এম.এ কাসেম, প্রফেসর শফিউল আজম, সৈয়দ মোহাম্মদ ইসহাক, এস.এম.শফিউল আজম রিফাত, মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস সওদাগর, মোহাম্মদ শামসুল আলম, রাসেল মনি বাহাদুর, জাহাঙ্গীর আলম, এমদাদ হোসাইন সও, মোহাম্মদ আলী, শহিদুল আলম, হাফেজ মোহাম্মদ ইউনুস, জয়নাল আবেদীন, মাওলানা মোহাম্মদ মুস্তফা আলম কাদেরী, গিয়াস উদ্দিন কাদেরী, আব্দুল আজিজ, মোজাহের ইসলাম, শফিউল আলম, আব্দুল্লাহ আল মাজিদ প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে মাদ্রাসা উন্নয়ন কমিটিতে আলহাজ্ব নুরুল আলম মানিক সওদাগরকে সভাপতি এবং সৈয়দ মোহাম্মদ ইসহাককে সাধারণ সম্পাদক করা হয়।