ব্রাদার্স ইউনিয়নের ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
সিভয়েস ডেস্ক

আসন্ন সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল ফুটবল লিগ-২০২৩ এ অংশগ্রহণের লক্ষ্যে ব্রাদার্স ইউনিয়নের ফুটবল প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সিজেকেএস স্টেডিয়াম মাঠে এ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের চেয়ারম্যান ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটির চেয়ারম্যান জসিম আহমেদ, সিনিয়র সহ-চেয়ারম্যান শিহাব মালেক, সহ- চেয়ারম্যান এস এম ইশতিয়াক উর রহমান, সম্পাদক আবুল বশর, কোষাধ্যক্ষ আয়াজ ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক শান শাহেদ, গোলাম সরোয়ার চৌধুরী ও সফিউল হোসাইন চৌধুরী এবং সদস্য হাসানুল কাইয়ুম শোয়েব।
অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘ব্রাদার্স ইউনিয়ন যখনই কোনো একটি লিগে অংশগ্রহণ করে, তখনই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করেই টিম গঠন করে। গত বছর রানার্সআপ ছিলাম; তার আগের বছর চ্যাম্পিয়ন ছিলাম। তাই এ বছরও চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেভাবেই টিম গঠন করা হয়েছে।’
ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটির চেয়ারম্যান জসিম আহমেদ বলেন, আমাদের টিমে থাকা প্লেয়াররা ন্যাশনাল টিমে ডাক পাবে। তাই শুধু চট্টগ্রামের ফুটবলার না; বাংলাদেশের সব ফুটবলার এগিয়ে যাক। বাংলাদেশি ফুটবল এগিয়ে গেলে, যত বেশি খেলা হবে তত বেশি প্লেয়ার উঠে আসবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়নের গভর্নিং বডির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও দিদারুল আলম, এস এম লোকমান, পরিচালক জসিম উদ্দীন মিঠুন, ওয়াহিদুল আলম শিমুল, পেয়ার মো. পেয়ারু এবং ফুটবল কমিটির কোচ আবু মো. সরওয়ার ও সহকারী কোচ মো. ইয়াসীন।