‘সিকে টাওয়ার’ হস্তান্তর করলো র্যাংকন এফসি প্রপার্টিজ
সিভয়েস ডেস্ক
র্যাংকন এফসি প্রপার্টিজ তাদের মাল্টি পারপাস (আবাসিক এবং বাণিজ্যিক) প্রকল্প ‘সিকে টাওয়ার’ হস্তান্তর করেছে।
সম্প্রতি এ উপলক্ষে নগরের হালিশহর হাউজিং এস্টেট অবস্থিত প্রকল্প প্রাঙ্গণে ওয়েলকাম মিট অনুষ্ঠানের আয়োজন করে ডেভেলপার প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের এমডি ফাহিম ফারুক চৌধুরী, সিইও তানভীর শাহরিয়ার রিমন এবং ভূমি মালিক মমতাজ কিবরিয়া, সারোয়ার কিবরিয়া, এথেসাম হারুন বাচ্চু অন্যান্য অ্যাপার্টমেন্ট মালিকদের সঙ্গে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় এমন এক মনোহর প্রকল্প উপহার দেওয়ার জন্য র্যাংকন এফসি প্রপার্টিজকে ধন্যবাদ জানান প্রকল্পের মালিক সমিতির প্রেসিডেন্ট এথেসাম হারুন বাচ্চু।
প্রতিষ্ঠানের সিইও তানভীর শাহরিয়ার রিমন বলেন, আমরা এই প্রজেক্ট তৈরির সময় কোনো কম্প্রোমাইজ করিনি। বসবাসকারীদের জীবনধারাকে উন্নত করার লক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত নিরলস চেষ্টা করে গেছি।
সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের এমডি ফাহিম ফারুক চৌধুরী বলেন, র্যাংকন এফসি প্রপার্টিজ সবসময় তাদের গ্রাহকদের পাশে থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জিএম কন্সট্রাকশন বিশ্বজিৎ চৌধুরী, জিএম অপারেশন নুরুল হুদা, জিএম বিজনেজ ডেভেলপমেন্ট সফিউল আলম জুয়েল, ডিজিএম এন্ড হেড অব সেলস রায়হান ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।