বিএনপি জামাতের নৈরাজ্যের পাঁয়তারা রুখতে যুবলীগের মিছিল
সিভয়েস ডেস্ক

দেশব্যাপী বিএনপি জামাতের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা রুখতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। বুধবার নগরের কোতোয়ালী, নিউ মার্কেট, ষ্টেশন রোডে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নুর মোহাম্মদ এর সভাপতিত্বে যুবলীগ নেতা শুভ দাশ এর পরিচালনায় মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে ক্তব্য রাখেন শাহ আলম ভূইয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রাশেদ,ইশতিয়াক আহমেদ,শোভন দাশ টারজেন,নয়ন আহমেদ,মিরাজ উদ্দিন, মোহাম্মদ ফয়সাল, আজিজুর রহমান জিসান,মীর ইরফান ইমাদ, নয়ন উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, লং মার্চের নামে দেশব্যাপী বিএনপি জামাত পরিকল্পিত অতীতের ন্যায় নৈরাজ্য ও সন্ত্রাসী হামলাসহ সাধারণ মানুষের জান মালের ক্ষতির অপচেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা যুবলীগ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রুখে দেবে। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা রাজপথে জীবন দিতেও প্রস্তুত।