Cvoice24.com

শাওনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সহপাঠীরা

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ১ মার্চ ২০২৪
শাওনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সহপাঠীরা

চট্টগ্রামে ফ্রিল্যান্সার আলোকচিত্রী শাওন বড়ুয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তাঁর সহপাঠীরা। শুক্রবার (১ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পুরানগড় শাহ্ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয় এস.এস.সি-২০১৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এই মানবন্ধন করে।

মানববন্ধনে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক হোসাইন মুহাম্মদ এরশাদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা একেএম. মুনতাসির সিকদার ও এস.এস.সি-২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা। 

এ সময় তারা, শাওন বড়ুয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি এবং শাওনের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নগর হিসেবে গড়ে তোলার তাগিদ দেন। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: