গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ উৎসব
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী গশ্চি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন গশ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম.আবদুল খালেক, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এনামুল হক, রাউজান উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মোজাফ্ফর হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকোশলী মোহাম্মদ আনু মিঞা ও প্রবাসী জাহেদ হোসেন তালুকদার।
পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হায়দাদের পরিচালনায় পুনর্মিলনী আলোচনায় অংশ নেন ইউনুস তালুকদার, মোহাম্মদ রাশেদ, ইউপি সদস্য সৈয়দ মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ বদিউল আলম, হাবিব উল্লাহ রাসেল, উজ্জল দেবনাথ, তন্ময় দাশ গুপ্ত, মোহাম্মদ আমিন, জসিম উদ্দীন, রমজান আলী, জসীম উদ্দীন, মোহাম্মদ হারুন, আবুল কালাম আজাদ, রুবেল শীল, আনসার আলী প্রমুখ।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও নবনির্মিত কারিগরি একাডেমিক ভবন নির্মাণে কাজে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।