গভর্নমেন্ট হাই স্কুলের সাবেক বর্তমানরা একমাঠে
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সিজিএইচএস ফুটসাল কার্নিভাল ২০২৪ সিজন-১। বৃহস্পতি ও শুক্রবার নগরের চান্দগাঁও আবাসিকের ফরচুন স্পোর্টস এরেনা টার্ফে অনুষ্ঠিত এ কার্নিভালে এসএসসি ১৯৯৬ ব্যাচ হতে ২০২৬ ব্যাচ পর্যন্ত ৩২ টি দলের প্রায় ৩৩০ জন খেলোয়াড় অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে দ্যা পোস্ট সিকার্স (চসউবি-২০১১) ও রানার্স আপ হয়েছে দ্যা এল নিনোস (চসউবি-২০১৫)।
টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সোয়াদ (২০২৫), সেরা ডিফেন্ডার নয়ন দাশ(২০১৫), সর্বোচ্চ গোলদাতা নাফিস(২০১১), টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় আমান (২০১১), সেরা গোলরক্ষক সাজ্জাদ (২০১১) এবং ফেয়ার প্লে এর পুরস্কার জিতেছে লেজেন্ডস অফ ৯৬ (১৯৯৬)।
এই আয়োজনে সম্পৃক্ত ছিলেন ওয়ারিশা এন্টারপ্রাইজ, ফরচ্যুন স্পোর্টস এরিনা, সকার ইউনাইটেড স্পোর্টস জোন,হেরিটেজ এক্সপ্রেস, কোডার্স পয়েন্ট,নাইট বাইটস ও ফুড নাইট। ফটোগ্রাফি পার্টনার হিসেবে যুক্ত ছিলেন পিক্সকর্প ও নিউজ মিডিয়া পার্টনার নিউজনাও২৪।
আয়োজক কমিটির প্রধান ৪ জন ছিলেন জয়ন্ত বড়ুয়া, রক্তিম বড়ুয়া, রুবায়েত মো. ইমরুল হাসান, আতাউস সামাদ যাদের উদ্যোগে ভোলান্টিয়ার, প্রাক্তন ও বর্তমান ছাত্রদের সহোযোগিতায় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে ফুটবল নিয়ে এই প্রথম কোন ফুটসাল ট্যুরনামেন্টের আয়োজন হয়।