লিও ক্লাব মিরসরাইর নতুন নেতৃত্বে জিল্লুর-ইমাম
সিভয়েস২৪ ডেস্ক

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব’স ইন্টারন্যাশনাল’র আওতাধীন ও লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই’র স্পন্সরকৃত লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই’র ২০২৪-২৫ সেবা বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জিল্লুর রহমানকে সভাপতি, ইমাম হোসেনকে সেক্রেটারি এবং মিনহাজ উদ্দিন শাকিলকে ট্রেজারার নির্বাচিত করা হয়েছে।
অন্য পদে কর্মকর্তারা হলেন—সহ-সভাপতি আবদুল নঈম রাহাত, আইনুল ইসলাম চৌধুরী ও অন্তু কুমার, জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, মেহেদী হাসান ও আলাউদ্দিন রিফাত, জয়েন্ট ট্রেজারার খালেদ হাসান জাহিদ, ইমতিয়াজ আলম ও তৌফিকুল ইসলাম তপু, ট্রেল টুইস্টার মুশফিক উদ দৌযা, জয়েন্ট ট্রেল টুইস্টার নাজমুল হাসান রিফাত, ট্রেমার রায়হান উদ্দিন, জয়েন্ট টেমার তাপশ নাথ, প্রোগ্রাম কোর্ডিনেটর কুতুবউদ্দিন আহেমদ, সিস্টার কোর্ডিনেটর রিফাত নাইমা, কালচারাল চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেম্বারশিপ চেয়ারপারসন মিজানুর রহামান, প্রেস এন্ড পাবলিকেশন অফিসার প্রভাল ভৌমিক এবং স্পোর্টস চেয়ারপারসন আল রিজওয়ান চৌধুরী।
প্রেস রিলিজ সব খবর