হাটহাজারী প্রেস ক্লাবের নেতাদের সঙ্গে নতুন ওসির মতবিনিময়
সিভয়েস২৪ ডেস্ক
হাটহাজারী প্রেসক্লাবের নেতাদের মতবিনিময় সভা করেছেন নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত ওসি মো. হাবিবুর রহমান উপস্থিত প্রেস ক্লাব নেতৃবৃন্দকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অনুরোধ জানিয়ে বলেন, পুলিশ-সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব রকমের অপরাধ কমে যাবে।
মতবিনিময়র সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া (আজাদী/দেশ রূপান্তর), সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলম দুলাল (উত্তর চট্টলা), সাধারণ সম্পাদক মনসুর আলী (আজকের পত্রিকা), যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল (পূর্বকোণ/মনবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব (যুগান্তর/পূর্বদেশ), অর্থ সম্পাদক আজিজুল ইসলাম (আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাজিম (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ), অর্থ সম্পাদক আলাউদ্দিন (একুশে পত্রিকা), সদস্য মো. পারভেজ (নবযাত্রা), কুতুব উদ্দিন (হাটহাজারী বার্তা) ও গিয়াস উদ্দিন (এনটিভি)।