চট্টগ্রাম অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রিপন কান্তি নাথ এবং সহ-সাধারণ সম্পাদক পদে আবদুল আলীম নির্বাচিত হয়েছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পরিচালনায় সমিতির অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ৫৭৮ জন এডভোকেটস্ ক্লার্ক তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে হিসাব নিরীক্ষক পদে পলাশ কান্তি দত্ত, অর্থ সম্পাদক পদে এ.বি.এম. ইমরানুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মো. জসিম উদ্দীন, প্রচার সম্পাদক পদে রকি চৌধুরী, বিনোদন ও আপ্যায়ন সম্পাদক পদে সুজন দেবনাথ, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে হোসেন আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া নির্বাহী সদস্য পদে যথাক্রমে মো. আল-আমিন, সমীরণ চক্রবর্ত্তী, আবদুর রহীম, মো. শহীদুল ইসলাম, মো. আলী আকবর, তপু মহাজন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। এছাড়া সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. কাশেম কামাল, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারী (জুয়েল), পাঠাগার সম্পাদক আহমেদ কবির (করিম), সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিত ঘোষ, নির্বাহী সদস্য যথাক্রমে আবদুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী (রায়হান), শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. ফখরুল ইসলাম গালিব, মোহাম্মদ শাকিল, মো. আবু কাউছার পন্নী, আয়শা আকতার সানজি সহযোগিতা করেন।