শাহ এমদাদীয়ার ত্রি-বার্ষিক কাউন্সিল রবিবার
সিভয়েস২৪ ডেস্ক
হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে রবিবার (১৩ অক্টোবর)।
রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১টা থেকে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের শাহ এমদাদীয়া ময়দানে শুরু হবে ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশন। এতে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর (শাহ এমদাদীয়া) সভাপতি ও মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। প্রধান আলোচক হিসেবে থাকবেন সংগঠনের সহ-সভাপতি ও নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
এবারের ত্রি-বার্ষিক কাউন্সিলে সারাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শাখাসমূহ থেকে প্রায় ২ হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশগ্রহণ করবেন।
ত্রি-বার্ষিক কাউন্সিলে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত কাউন্সিলর ও ডেলিগেটদের রবিবার সকাল ৯টার মধ্যে মাইজভাণ্ডার দরবার শরীফে উপস্থিত হয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব শেখ মুহাম্মদ আলমগীর।