প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পশ্চিম গহির পঞ্চবিহারে উপহার
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাউজানের পশ্চিম গহির পঞ্চবিহারের দায়ক দায়ীকাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সীবলী সংসদ, জাগরন সংঘ, রাইজিং ব্রাদার্স, একতা সংসদ, অন্বেষা সংসদের ব্যবস্থাপনায় ও হালদা রিভার ভিউর সহযোগিতায় শতাধিক মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে শান্তিময় বিহার প্রাঙ্গণে মাষ্টার জোত্যিষ বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্রশাসক, সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন রাউজান পৌরসভার সাবেক কমিশনার আশেক রসুল রোকন। বিশেষ অতিথি ছিলেন হালদা রিভার ভিউর স্বত্তাধিকারী আবছার খোকন, মাষ্টার সুকান্তি বড়ুয়া, সেনা কর্মকর্তা মানিক বড়ুয়া, ঝুলন বড়ুয়া, সবুজ বড়ুয়া, সোহেল বড়ুয়া, বিজয় বড়ুয়া, সবুজ বড়ুয়া, সমর বড়ুয়া, দোলন বড়ুয়া, সমর্থ বড়ুয়া, মো. রাসেদ ,মো. মোফাস্সেল মিয়া, আসিফ উদ্দিন। সভায় বক্তারা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে এলাকার জনকল্যাণকর কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন এবং এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন