Cvoice24.com

প্রজন্ম মিরসরাইয়ের নির্বাহী পরিচালক হলেন সরওয়ার

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৯:০২, ২৩ অক্টোবর ২০২৪
প্রজন্ম মিরসরাইয়ের নির্বাহী পরিচালক হলেন সরওয়ার

স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের অন্তর্বর্তীকারীন নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন এডভোকেট সরওয়ার নিজামী। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে পরিচালক পষর্দের এক অনলাইন সভায় সাবেক নির্বাহী পরিচালক মো. ইউনুচ নূরী পদত্যাগ করলে পদটি শূন্য হয়।

এ সময় সময় কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে আগামী এজিএম পর্যন্ত নির্বাহী পরিচালক মনোনীত হন সরওয়ার। সভায় কার্যকরী কমিটি নির্বাচনের লক্ষ্যে মো. মামুনুর রশিদ মামুনকে প্রধান নির্বাচন কমিশনার এবং মো. নাজিম উদ্দিন ও মো. সাঈদ হাসান অভিকে সহযোগী কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মো. ইউনূচ নূরী, মনজুরুল ইসলাম রায়হান, নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, আবদুর  রহিম, মামুনুর রশিদ মামুন, সরওয়ার নিজামী, নাজিম উদ্দিন, মো. আছিবুল আহসান, সাঈদ হাসান অভি, আবদুল আওয়াল পারভেজ, ওমর ফারুক, জাহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: