এনাটমি অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
সিভয়েস২৪ ডেস্ক
বাংলাদেশের ইতিহাসে ২য় বারের মত মেডিকেলভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাব এর একাডেমিক প্ল্যাটফর্ম হেলথ স্কুল ও চট্টগ্রামের ১ম ও একমাত্র আইএসও এক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে আনন্দ-উৎসবের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে এনাটমি অলিম্পিয়াড ২০২৫।
ইতিমধ্যে শুরু হয়েছে অলিম্পিয়াডের নিবন্ধন প্রক্রিয়া। হেলথ স্কুল ও এপিক হেলথ কেয়ার পেইজবুক পেইজ থেকে নির্দিষ্ট লিংকের মাধ্যমের দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজ শিক্ষার্থীবৃন্দ অংশ নিতে পারবেন। এবারের আয়োজনে এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা ক্যাটাগরি।
আয়োজন প্রসঙ্গে অলিম্পিয়াডের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম বলেন, ‘নিঃসন্দেহে এনাটমি অলিম্পিয়াড মেডিকেল শিক্ষায় ব্যতিক্রমী একটি আয়োজন। যে কোন উদ্যোগ শুরু করার চেয়ে ধারাবাহিকতা রক্ষা করা চ্যালেঞ্জিং। আমরা আনন্দিত ও গর্বিত এ কারণে যে ২য় বারের মত আমরা এর ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে”।
তিনি সকল আগ্রহী এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের যথাযথ নিবন্ধনের মাধ্যমে অলিম্পিয়াডে অংশগ্রহণের আহ্বান জানান।
অলিম্পিয়াড আয়োজক কমিটির সেক্রেটেরি জেনারেল ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীদের মেধা-মনন, সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলি বাড়াতে নিয়মিত প্রাতিষ্টানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা একাডেমিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যতে দক্ষ পেশাজীবন গড়ে তোলার সুযোগ রয়েছে। মেডিকেল শিক্ষাকে আরও আনন্দময় করে তুলতে এনাটমি অলিম্পিয়াডের মত আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।’