Cvoice24.com

মাইজভাণ্ডারী যুব ফোরামের চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় 

সিভয়েস২৪ ডেস্ক
১০:৪৪, ১৮ জানুয়ারি ২০২৫
মাইজভাণ্ডারী যুব ফোরামের চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় 

আওলাদে রাসূল (দ.), গাউছুল আজম হয়রত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ওরস শরীফ (মহান ১০ মাঘ) উপলক্ষে মাইজভাণ্ডারী যুব ফোরামের ব্যবস্থাপনায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আওলাদে গাউছুল আজম হযরত বাবা ভাণ্ডারী (ক.) অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারীর (ম.) নির্দেশনায় চট্টগ্রামের ফটিকছড়ির খিরাম উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়। 

এতে সার্বিক সহযোগিতা প্রদান করে নানুপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ব্রাইট ডট (লাইফ সেইভার টিম)।