দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা
সিভয়েস২৪ ডেস্ক

চট্টগ্রাম নগরের বায়জিদ এলাকায় অনিন্দ্যসুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ‘দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা, মেজবান ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি (শুক্রবার) সোসাইটির সভাপতি এ আর এম শামিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ক্যাপ্টেন নূর মোহাম্মদের পরিচালনায় সকালের অধিবেশনে সোসাইটির বার্ষিক সাধারণ সভায় অংশ নেন সদস্যরা।
দ্বিতীয় অধিবেশনে “মেজবান ও পারিবারিক মিলনমেলায় সোসাইটির সদস্যরা সপরিবারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ আহাম্মদ।
প্রধান অতিথি মেয়র ডা. শাহাদাত হোসেন সোসাইটির সৌন্দর্য এবং পরিবেশবান্ধব উন্নয়নের প্রশংসা করে সোসাইটির উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. জাকির হোসেন, ড. মো. মোশাররফ হোসেন, ড. মনজুরুল কিবরিয়া প্রমুখ।
প্রেস রিলিজ সব খবর