Cvoice24.com

লংগদুতে দ্রুত ফায়ার স্টেশন চালুর দাবিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১২, ২৯ জানুয়ারি ২০২৩
লংগদুতে দ্রুত ফায়ার স্টেশন চালুর দাবিতে মানববন্ধন

লংগদুতে দ্রুত ফায়ার স্টেশন চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা

রাঙামাটির লংগদুতে দ্রুত ফয়ার সার্ভিস স্টেশন চালুর দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ। রবিবার (২৮ জানুয়ারি) সকালে লংগদু বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন থেকে মুসলিমব্লক হতে মাইনীমুখ বাজার পর্যন্ত সড়কের কাজ এবং লংগদু হতে নানিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিও জানানো হয় ।

এসময় বক্তারা বলেন, লংগদুর বাইট্টাপাড়া বাজারের কাছে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হলেও দীর্ঘদিন ধরে পড়ে আছে। সম্প্রতি বাইট্টাপাড়া বাজারে আগুনে লেগে ৩১ দোকান প্লট পুড়ে যায়। শুষ্ক মৌসুমে আগুন লাগার ঘটনা বেড়ে যায়। তাই দ্রুত স্টেশনটি চালুর দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, লংগদুর মুসলিমব্লক হতে মাইনী বাজার পর্যন্ত সড়ক নির্মাণের কাজে ধীতগতির ফলে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমলসহ সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ।

আগামী মার্চের পূর্বে দ্রুত মাইনী সড়ক নির্মাণ ও ফায়ার স্টেশন চালু না হলে কঠোর কর্মসূচী পালন ঘোষণা দেয়া হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়