Cvoice24.com

ভোটে ব্যবহার হচ্ছে শিশু

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০২১
ভোটে ব্যবহার হচ্ছে শিশু

ছবি: সংগৃহীত

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ঝুঁকি নিয়ে ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের। ভোটের দিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, অপ্রাপ্ত বয়স্ক শিশুদের গলায় বিভিন্ন প্রার্থীদের কার্ড গলায় ঝুলিয়ে প্রার্থীর পক্ষে নানা ধরনের কাজ করছে এমন শিশুরা।

শিশুরা প্রার্থীর কার্ড ঝুলিয়ে ভোটারদের কাছে নিজের পছন্দের প্রার্থীর কথা বলছে। কেন্দ্রের পাশে প্রার্থীদের নির্বাচনী অফিসে চা-নাস্তা এনে দেয়া থেকে শুরু করে অনেক কাজই করছে শিশুরা। শিশুদের এমন কাজে লিপ্ত থাকা থেকে বিরত রাখার জন্য কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি কর্তৃপক্ষকে।

এমন এক শিশু সাব্বিরকে কার্ড ঝুলিয়ে এমন কাজ কেন করছে জানতে চাইলে সে বলে, আমি এমনিতে করছি টাকা পাব! এই বলে দৌঁড়ে চলে যায়।

নির্বাচনের দিনে শিশুদের এমন ব্যবহার নিয়ে শংকা প্রকাশ করছেন সচেতনব্যক্তিরাও। নির্বাচনে কোন ধরণের উত্তেজনা তৈরি হলে জীবনের হুমকিতে পড়তে পারে এসব শিশুরা।

এ বিষয়ে আবু তৈয়ব নামের এক ব্যক্তি বলেন, ‘নির্বাচনে নানা ধরনের ঝামেলা হতে পারে; এমনকি সংঘর্ষও হতে পারে। এ ক্ষেত্রে শিশুরা খুবই ঝুঁকিতে পড়বে।’ -সূত্রঃ পাহাড়২৪

সর্বশেষ

পাঠকপ্রিয়