Cvoice24.com

রাঙামাটিতে ইট বিক্রি চালুর দাবিতে সংবাদ সম্মেলন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৬, ৪ মার্চ ২০২১
রাঙামাটিতে ইট বিক্রি চালুর দাবিতে সংবাদ সম্মেলন

ইট বিক্রি চালুর দাবিতে সংবাদ সম্মেলন রাঙামাটিতে

রাঙামাটিতে সরকারের চলমান উন্নয়নকাজ বন্ধ হওয়া ও বেকারত্ব বৃদ্ধির শঙ্কায় চট্টগ্রামের ইট ভাটাগুলোর ইট বিক্রয় আবারো চালুর দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা ঠিকাদার সমিতি, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক ও লোড আনলোড নৌ পরিবহন শ্রমিক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে রাঙামাটি ব্যবসায়ী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন বলেন, ‘রাঙামাটির দশ উপজেলায় সরকারের বিভিন্ন বিভাগের অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। অনেক উপজেলায় শুষ্ক মৌসুমে কাপ্তাই হৃদের পানি শুকিয়ে যাওয়ার কারণে এই সময়টাতেই যাবতীয় উন্নয়ন কাজের জন্য সমগ্রী পাঠিয়ে দিতে হয়। স্থাপনা উন্নয়ন কাজের অন্যতম উপকরণ ইট ও কংকর, যা সরবরাহ করা হয় চট্টগ্রামের ইট ভাটাগুলো থেকে। কিন্তু ইটভাটার মালিকরা ভেঙে দেয়ার শঙ্কায় ইট বিক্রয় গত ২৭ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখায় আমরা কোন ভাবেই ইট ক্রয় করতে পারছি না।’

‘অপরদিকে যেসব মধ্যস্থ ব্যবসায়ী ইট বিক্রয় করেন তারাও তাদের ইটের দাম বাড়িয়ে দিয়েছে। এমন অবস্থাতে আমরা ঠিকাদারী ব্যবসায়ীরা যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ও ভবিষ্যৎ ব্যবসায় পরিচালনা নিয়ে শঙ্কায় রয়েছি, তেমনিভাবে বেকার হয়ে পড়ছে রাঙামাটির নির্মাণ, লোড আনলোড, সড়ক ও নৌ পরিবহন সহ সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত লক্ষাধিক শ্রমিক। প্রতিটি শ্রমিকের সাথে জড়িত রয়েছে এক একটি পরিবার।’

কামাল উদ্দিন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে এই সংবাদ সম্মেলনে দাবি জানাচ্ছি, সরকারের উন্নয়ন কাজ তরান্বিত করতে এবং বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত শ্রমিকদের বেকারত্বের হাত থেকে রক্ষা করতে চট্টগ্রামের ইট ভাটাগুলোর ইট বিক্রয় চালুর ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রয়োজনে নির্দিষ্ট সময় বেধে দিয়ে যাতে এই ইট ভাটাগুলো চালু করার ব্যবস্থা ও পরবর্তীতে বিকল্প ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়।’

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকেন্দার,  ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আজগর, মাঝি মোল্লা সমিতির মো. শাহজাহান, রাঙা শ্রমিক কল্যাণ সমিতির মো. আব্দুর সাত্তার, রাঙামাটি ট্রাক টার্মিনালের ইজাদার ও ঠিকাদার মো. সাওয়াল উদ্দিন প্রমুখ।

-সিভয়েস/এমডি

সর্বশেষ

পাঠকপ্রিয়