Cvoice24.com

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৯, ১৯ জুলাই ২০২১
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। নিহত বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ। 

সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে পাঁচটার দিকে বিহারের পাশে এ ঘটনা ঘট।

বিষয়টি জানিয়েছেন কারিগর পাড়ার কারবারি উথোয়াই প্রু মারমা। তিনি জানান, নিহত বৌদ্ধ ভিক্ষু বিহারে পুজা শেষ করে বিহার হতে বের হলে বন্য হাতি ভান্তেকে আক্রমণ করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, হাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা গেছেন। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়