Cvoice24.com

উৎপাদন বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ২৫ জুলাই ২০২১
উৎপাদন বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে

রাঙামাটিতে এই বছর বর্ষায় পর্যাপ্ত বৃষ্টিপাত না হলেও গতকিছুদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়া কাপ্তাই হৃদে পাহাড়ি ঢল নামতে শুরু করেছে। এতে উপাদন বেড়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের। যেখানে গত সপ্তাহে দৈনিক বিদ্যুৎ উৎপাদন হত একশত মেগাওয়াটের নিচে সেখানে ৪টি ইউনিটে বর্তমানে উপাদন হচ্ছে ১২২-১২৫ মেগাওয়াট বিদ্যুৎ। 

কাপ্তাই হৃদে পানি পর্যাপ্ততার উপর নির্ভর করে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। প্রতিবছর শুষ্ক মৌসুমে বিদ্যুৎ উৎপাদন কমতে থাকে এবং বর্ষায় ৫টি ইউনিটে ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। কাপ্তাই হৃদের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফিট এমএসএল।

কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টা পর্যন্ত স্বাভাবিক সময়ে কাপ্তাই হৃদে পানির পরিমাণ থাকার কথা ৮৭.৮৪ ফিট এমএসএল। সেখানে বর্তমানে পানি আছে ৮৪.৫৩ ফিট এমএসএল (মীন সী লেভেল)।

কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। অবশিষ্ট ৪টি ইউনিট সচল আছে। এরমধ্যে ১ নম্বর ইউনিটে ২৯-৩৫ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৩০-৩৫ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে প্রতিদিন ১২২- ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত সপ্তাহে যেখানে গড়ে প্রতিদিন ১শ' মেগাওয়াটের নিচে বিদ্যুৎ উৎপাদন হতো, সেখানে বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বৃষ্টিপাত বাড়লে উৎপাদন আরো বাড়বে।

বর্তমানে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের জন্য  কাপ্তাই হৃদ থেকে বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজ দিয়ে ২২-২৫হাজার ফিট কিউফ পার সেকেন্ড পানি নিগর্ত হচ্ছে কর্ণফুলী নদীতে।

কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের জানান, বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ছাড়া বাকি ৪টি ইউনিট চালু আছে। হৃদে এই সময়ে যা পানি থাকার কথা তার চেয়ে ৩ফিট এমএসএলের মত কম আছে। তবে গত কয়েকদিনে হৃদের পানি বাড়তে শুরু করার কারণে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে।

২ নম্বর ইউনিটির যান্ত্রিক ক্রুটি সারানোর কাজ চলছে, সেটা সচল হলে ও পানি স্বাভাবিক নিয়মে বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে।

সর্বশেষ

পাঠকপ্রিয়