Cvoice24.com

তিন ভাইয়ের একসঙ্গেই জন্ম, একসঙ্গেই মৃত্যু, বেঁচে ছিল ৯ ঘণ্টা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ২৭ জুলাই ২০২১
তিন ভাইয়ের একসঙ্গেই জন্ম, একসঙ্গেই মৃত্যু, বেঁচে ছিল ৯ ঘণ্টা

রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা হাসপাতালে একই সাথে জন্ম নেয়া তিন শিশুই মারা গেছে। 

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি হাসপাতালে নেয়ার পথে দুই শিশু ও হাসপাতালে নেয়ার পর একশিশু মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু রাবেতা হাসপাতালের চিকিৎসক ডা. আবু তালহা।

তিনি বলেন, সকালে একই সাথে তিন শিশুর জন্ম নেয়ার পর ওজন কম হওয়ায় তিন শিশুকেই খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে রেফার করি। কিন্তু বিকেলে তিনজন শিশুই মারা যায়। তাদের মা পারুল বেগম বর্তমানে রাবেতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে, মঙ্গলবার (২৭ জুলাই) সকালে মাইনীমূখের রাবেতা হাসপাতালে এ তিন শিশুর জন্মগ্রহণ করে উপজেলার বগাচত্বর ইউনিয়নের গাউসপুর এলাকার পারুল বেগম ও আবু সাইদ দম্পতির ঘর আলো করে।

জন্মনেয়ার পর সকালে তিন শিশু এবং তাদের মা সুস্থ আছেন বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নিশ্চিত করলেও, তিনশিশুর ওজন কম হওয়ায় খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে তাদের রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়