Cvoice24.com

রাঙামাটিতে ক্ষুধার্ত বানরেরা পেল জেলা প্রশাসকের খাবার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২২, ২৮ জুলাই ২০২১
রাঙামাটিতে ক্ষুধার্ত বানরেরা পেল জেলা প্রশাসকের খাবার

করোনা পরিস্থিতির কারণে রাঙামাটির রাজ বিহারে পূর্ণাথি প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় খাদ্য সংকটে থাকা ৮শ’ বানরের জন্য খাবার দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

জেলা প্রশাসক বলেন, আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি, বিহারের বানরগুলো খাদ্য সংকটে আছে। তাই আজ আমরা খাবার দিলাম। বিহার কমিটিকে বলেছি আবেদন করতে, তারা আবেদন করলে আমরা আরও সহযোগিতা করবো।

বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা বলেন, বানরগুলোকে বাঁচিয়ে রাখতে জেলা প্রশাসক খাবার নিয়ে এগিয়ে এসেছে। তিনি আরো খাবারের জন্য আবেদন করতে বলেছেন যা আমরা দ্রুত করবো। এভাবে বানরগুলোকে বাঁচিয়ে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে।

করোনা পরিস্থিতির কারণে বিহারে পূর্ণাথি প্রবেশে নিষেধাঞ্জা থাকায় বেশ কিছুদিন ধরে  বিহারের ৭-৮শতাধিক বানর  বানরগুলো খাদ্য সংকটে ভুগছিল।

জেলা প্রশাসক দেয়া খাবারের মধ্যে ছিল মটর ও মিষ্টি কুমরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়