Cvoice24.com

রাঙামাটিতে অস্ত্র ও গুলিসহ চার ইউপিডিএফ সদস্য আটক

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৭, ৩১ জুলাই ২০২১
রাঙামাটিতে অস্ত্র ও গুলিসহ চার ইউপিডিএফ সদস্য আটক

রাঙামাটিতে অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

শনিবার ভোরে রাঙামাটির বরকলের উপজেলাধীন ছোট কাট্টলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক চারজন হলেন— সুরেন চাকমা (৪৬), অন্নাসং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) ও সাইমন চাকমা (৪০)।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে একটি একে ২২ রাইফেল, ৭৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, ৪টি মোবাইল সেট, ১টি ভুয়া আইডি কার্ড, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকা এবং চাঁদা সংগ্রহের রশিদ উদ্ধার করা হয়। আটককৃতরা প্রসীত গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে জানায় সূত্রটি।

নিরাপত্তা বাহিনী পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে রাঙামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বরকল থানায় হস্তান্তর করা হবে।

রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দােছ্ছের হোসেন বলেন, ‘এ বিষয়ে খবর পেয়েছি। তবে এখনো পর্যন্ত কেউ রিপোর্ট না করায় আপাতত অফিসিয়ালি কিছু বলতে পারছি না।’

সর্বশেষ

পাঠকপ্রিয়