Cvoice24.com

কাপ্তাই হ্রদে সাউন্ড সিস্টেম বাজানোয় চালক-যাত্রীকে জরিমানা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২১
কাপ্তাই হ্রদে সাউন্ড সিস্টেম বাজানোয় চালক-যাত্রীকে জরিমানা

রাঙামাটি কাপ্তাই হ্রদে সাউন্ড সিস্টেম বাজানোর কারণে চালক ও যাত্রীদের জরিমানা করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। শুক্রবার বিকেলে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, রাঙামাটি জেলা প্রশাসন বোট দুর্ঘটনা এড়াতে কাপ্তাই হ্রদে সাউন্ড সিস্টেম বাজিয়ে নাচানাচি করা সম্পূর্ণ নিষিদ্ধ করে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে সাউন্ড সিস্টেম বাজিয়ে বোটে নাচানাচি করার সময় মোবাইল কোর্টের টিম হ্রদের মাঝে গিয়ে বোর্ট চালক রাসেল চাকমাকে তিন হাজার টাকা ও যাত্রীদের দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা জানান, বোটে সাউন্ড সিস্টেম বাজিয়ে নাচানাচির উপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তার সত্যেও নিষেধাজ্ঞা অমান্য করাই তাদের জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়