Cvoice24.com

সাইবার অপরাধ : সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে রাঙ্গামাটিতে মামলা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২১, ২০ সেপ্টেম্বর ২০২১
সাইবার অপরাধ : সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে রাঙ্গামাটিতে মামলা

অপহরণ, ধর্ষণ ও হত্যার হুমকিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগ এনে রাঙামাটিতে দুই সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক নারী। 

মামলার বাদী আর্জিয়া আলম (আখি) দৈনিক অবজারভারের রাঙামাটি জেলা প্রতিনিধি শেখ ইমতিয়াজের কামাল ইমনের স্ত্রী।

মামলার চার আসামির মধ্যে বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি জাহেদা বেগম (৪০),এশিয়ান টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. আলমগীর মানিক (৩৮)। অন্য দুই আসামি মাসুদ পারভেজ নির্জন (২৪) ও শহিদুল ইসলাম হৃদয় (২৫) এশিয়ান টিভির প্রতিনিধি আলমগীর মানিকের সহযোগী হিসেবে পরিচিত। 

মামলার এজাহারে অভিযোগে বলা হয়, ‘প্রতারণামূলকভাবে ডিজিটাল মাধ্যমে আমি ও আমার স্বামীর আইডিতে ছদ্মবেশ ধারণ করে আপত্তিকর, মানহানিকর কমেন্ট করে হেয় প্রতিপন্ন ও ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করে আসামিরা। পরবর্তীতে আইডি হ্যাক করে আমার ক্ষতির উদ্দেশে আইডি থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে নেয় এবং গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলে। এছাড়া বিভিন্ন ভুয়া ফেসবুক আইডিতে আমার ছবি প্রকাশ করে আমাকে অতিষ্ঠ করে তুলে। এরপরেও আমাকে এবং আমার স্বামীকে মেরে ফেলে লাশ গুম করে ফেলা, আমাকে সন্ত্রাসী দিয়ে অপহরণ করে ধর্ষণের হুমকি দেয় আসামিরা।’

মামলার প্রসঙ্গে মামলার বাদী আর্জিয়া আলম বলেন, ‘রাঙামাটিতে সাইবার ক্রাইম অপরাধীদের উৎপাত বেড়েছে। চক্রটিআমার স্বামীকে সন্ত্রাসী দিয়ে অপহরণ, শ্লীলতাহানির হুমকি দিয়েছে। সবকিছু উপেক্ষা করে আমি আদালত এবং থানার দারস্ত হয়ে ন্যায়বিচার প্রত্যাশা করছি।'

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মো. কবির হোসেন বলেন, ‘আদালতের নির্দেশে বাদীর অভিযোগের ওপর ভিত্তি করে মামলা রুজু করা হয়েছে। আইসিটি অ্যাক্টের মামলা; তাই তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়