Cvoice24.com

রাঙামাটি জেনারেল হাসপাতালে হঠাৎ রোগীর চাপ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৫, ৩ অক্টোবর ২০২১
রাঙামাটি জেনারেল হাসপাতালে হঠাৎ রোগীর চাপ

রাঙামাটি জেনারেল হাসপাতালে এক সপ্তাহ ধরে বেড়েছে রোগীরচাপ। যাদের অধিকাংশই শিশু, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিমোনিয়ায় আক্রান্ত। জেনারেল ওয়ার্ডে অতিরিক্ত রোগীর কারণে দেখা দিয়েছে আসন সংকট। ফলে হাসপাতালের মেঝেতেই দেয়া হচ্ছে চিকিৎসা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নানান রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ৪০-৫০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। ২০ শয্যার বিপরীতে শিশু ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে ৭০ জন শিশুকে। যা ধারণ ক্ষমতার তিনগুণেরও বেশি। ফলে ওয়ার্ডের মেঝে ও গণ রুমে পাতা হয়েছে অস্থায়ী বেড। ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছে ১৭০ জন।

সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের প্রতি যত্নশীল পরামর্শ তাদের। 

মিনতি চাকমা বলেন, আমি তিনদিন আগে আমার বাচ্চার জ্বর, ডায়রিয়া শুরু হওয়ায় তাকে নিয়ে হাসপাতালে এসেছি, এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন,  সীমিত সামর্থের মধ্যে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। শিশু ওয়ার্ডে চাপটা একটু বেশি, যেখানে আগে গড়ে ২০ জন শিশু ভর্তি থাকতো এখন সেখানে ৬০ থেকে ৭০জন শিশু ভর্তি হচ্ছে। এটা আসলে প্রতিবছরই হয়, ঋতু পরির্বতন জনিত ফ্লু'র কারণে রোগীর সংখ্যা বাড়ছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়