Cvoice24.com

কাপ্তাইয়ে আ.লীগ প্রার্থীকে গুলি করে হত্যা, ইউপি নির্বাচন পিছিয়ে তৃতীয় ধাপে

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৭, ১৭ অক্টোবর ২০২১
কাপ্তাইয়ে আ.লীগ প্রার্থীকে গুলি করে হত্যা, ইউপি নির্বাচন পিছিয়ে তৃতীয় ধাপে

কাপ্তাই উপজেলার আসন্ন চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে চিৎমরম ইউপি নির্বাচন স্থগিত করে নির্বাচনের নতুন তারিখ তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বিষয়টি জানিয়েছেন। 

তিনি বলেন, ‘রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করার বিষয়টি আমি নির্বাচন কমিশনে জানিয়েছি। নির্বাচন কমিশন থেকে দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চিৎমরম ইউপি নির্বাচন স্থগিত করেছে এবং নির্বাচনের নতুন তারিখ তৃতীয়ধাপে আগামী ২৮নভেম্বর ঘোষণা করেছে।’

প্রসঙ্গত, চিৎমরম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমা, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ১৬অ ক্টোবর মনোনয়ন জমা দিয়ে বাড়িতে যায় পরে দিবাগত রাত ১২টার দিকে তাকে ঘরের দরজা ভেঙে ১০/১২জন সন্ত্রাসী গুলি করে হত্যা করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়