Cvoice24.com

কাপ্তাইয়ে ইউপি সদস্য খুন, নির্বাচন স্থগিত

প্রকাশিত: ২০:৫৮, ২৭ অক্টোবর ২০২১
কাপ্তাইয়ে ইউপি সদস্য খুন, নির্বাচন স্থগিত

রাঙামাটির কাপ্তাই ইউনিয়ন পরিষদের সদস্য মো. সজিবুর রহমান খুন হওয়ায় সেই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান।

তিনি জানান, ইউপি সদস্য পদপ্রার্থী মো. সজিবুর রহমানকে হত্যার বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হলে, নির্বাচন কমিশন থেকে সন্ধ্যায় কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। ইউনিয়নটিতে অন্যান্য পদে  নির্বাচন পূর্বনির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে।

এরআগে মঙ্গলবার রাতে কাপ্তাই  উপজেলার নতুন বাজার এলাকায় নির্বাচনী সংঘর্ষে নিহত হন সজিবুর রহমান সজিব। তিনি কাপ্তাই ইউনিয়েন ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনেও একই পদে প্রার্থী হয়েছিলেন। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটির সদস্যও তিনি।

দশদিন আগে গত ১৭ অক্টোবর এই উপজেলার সদর ইউনিয়নের প্রতিবেশী চিৎমরম ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী নেথোয়াই মারমাকে নিজ বাসায় গুলি করে হত্যা করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। ওই ঘটনার পর এই ইউনিয়নের নির্বাচন পিছিয়ে ২৮ নভেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।


 

সর্বশেষ

পাঠকপ্রিয়