Cvoice24.com

বাঘাইছড়িতে ডাবল মার্ডার: সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১২ নেতাকর্মীর নামে মামলা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৭, ৮ জানুয়ারি ২০২২
বাঘাইছড়িতে ডাবল মার্ডার: সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১২ নেতাকর্মীর নামে মামলা

জনসংহতি সমিতি ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র মধ্যে গোলাগুলিতে নিহত তুজিম চাকমা ও জানং চাকমা 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জোড়া খুনের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাকে প্রধান আসামি করে ৩৩জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় মামলা করা হয়েছে।

নিহত ইউপিডিএফ( গণতান্ত্রিক) দলের  কমান্ডার জানং চাকমার ছোট ভাই এলিন চাকমা বাঘাইছড়ি থানায় এই মামলা দায়ের করেন। 

মামলায় সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) সকালে বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার পাকুজ্জাছড়ি মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই কিলোমিটার এলাকায় জনসংহতি সমিতি ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের মধ্যে ভয়াবহ গোলাগুলিতে জনসংহতি সমিতির সহকারী কোম্পানি কমান্ডার তুজিম চাকমা ও ইউপিডিএফ(গণতান্ত্রিক) দলের পরিচালক জানং চাকমা ঘটনাস্থলে নিহত হয়।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়