Cvoice24.com

রাঙামাটিতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৫.৪৮ শতাংশ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৮, ১৬ জানুয়ারি ২০২২
রাঙামাটিতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৫.৪৮ শতাংশ

রেড জোন ঘোষিত রাঙামাটিতে করোনা শনাক্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৪৮ শতাংশ। 

শনিবার (১৫ জানুয়ারি) রাতে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩১ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন সদরের এবং কাপ্তাইয়ের ২জন।

করোনার সংক্রমণের শতাংশের হারের উপর রাঙামাটিকে রেড জোন ঘোষণার পর থেকে জেলার জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে সকাল-বিকাল মাঠে কাজ করছে জেলা প্রশাসনের কয়েকটি মোবাইল কোর্ট। 

এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে রাত ৮টায় শপিংমল ও ১০টায় খাবারের দোকান বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান যা বলবৎ রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়