Cvoice24.com

রাঙামাটিতে নতুন করে করোনা আক্রান্ত ৭১জন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪১, ২০ জানুয়ারি ২০২২
রাঙামাটিতে নতুন করে করোনা আক্রান্ত ৭১জন

জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে প্রতিদিন মাঠে কাজ করছে জেলা প্রশাসন।

পার্বত্য জেলা রাঙামাটিতে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালনে কাজ করছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

গত কয়েকদিনের সব রেকর্ড ভেঙ্গে রাঙামাটিতে গত ২৪ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১জন। 
 
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার ( ২০ জানুয়ারি) ১৮২জনের নমুনা পরীক্ষা করে ৭১জনের রির্পোট পজিটিভ আসে। পরীক্ষা অনুসারে শনাক্তের বিপরীতে শনাক্তের হার ৩৯.০১ শতাংশ।

যার মধ্যে সদরে রয়েছে ৪৯জন, কাউখালি ২জন, নানিয়াচর ১জন, কাপ্তাই ১৩, বাঘাইছড়ি ২জন, জুরাছড়ি ১জন, বিলাইছড়ি ১জন, রাজস্থলী ১জন, লংগদুতে ১জন।

করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় সকলকে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানতে আহবান জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্তারা।

অপরদিকে করোনার সংক্রমণ বৃদ্ধির হার ঠেকাতে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে প্রতিদিন মাঠে কাজ করছে জেলা প্রশাসনের ৪টি মোবাইল কোর্ট। এছাড়াও করোনা আক্রান্তদের বাড়িতে টাঙ্গানো হচ্ছে লাল পতাকা।

রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি(নেজারত ডেপুটি কালেক্টর) বোরহান উদ্দিন মিঠু জানিয়েছেন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। পাশাপাশি যারা কোন স্বাস্থ্যবিধি  মানছেন না তাদের জরিমানা করা হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়