Cvoice24.com

রাঙামাটি বাঘাইছড়িতে ৪ হাজার মানুষ পানিবন্দি

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৪, ১৯ জুন ২০২২
রাঙামাটি বাঘাইছড়িতে ৪ হাজার মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেমে আসা পানিতে কাচালং নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার দুর্গম বাঘাইছড়ি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উপজেলার ২৫ টি গ্রামের প্রায় ৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রোববার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নব নির্বাচিত বাঘাইছড়ি পৌরসভার মেয়র মো. জমির উদ্দিন।

তিনি আরও জানান, কয়েকদিনের টানা বর্ষণে কাচালং নদীর পানি বেড়ে বাঘাইছড়ি উপজেলার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। আজ সকাল থেকেও বৃষ্টি অব্যাহত থাকায় আরও দেড় থেকে দুই ফুট পানি বেড়েছে। আশ্রয় কেন্দ্রে লোকজনকে নিয়ে আসতে প্রশাসনের সাথে কাজ চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, ভারী বর্ষণে ফলে যেমন পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভারত থেকে নেমে আসা পানিতে কাচালং নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি, উভয় আতঙ্কে বাঘাইছড়ি উপজেলার মানুষ। বাঘাইছড়ি উপজেলার অন্তত ২৫টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম জানান, পানি প্রতিনিয়ত বাড়তে থাকায় এ মুহুর্তে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে তা সঠিক বলা সম্ভব হচ্ছে না।

সর্বশেষ

পাঠকপ্রিয়