Cvoice24.com

দেশের সবচেয়ে বড় উপজেলা সামলাবেন প্রথম নারী ইউএনও

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৪, ২৩ জুন ২০২২
দেশের সবচেয়ে বড় উপজেলা সামলাবেন প্রথম নারী ইউএনও

বাঘাইছড়ি উপজেলার প্রথম নারী নির্বাহী অফিসার রোমানা আক্তার।

আয়তনে দেশের সবচেয়ে বড় ও রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার প্রথম নারী উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন রোমানা আক্তার। 

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এসময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন।

১৯৮৪ সালে বাঘাইছড়িকে উপজেলা ঘোষণার পর এবারই প্রথম কোন নারীকে উপজেলাটিতে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে রোমানা আক্তার বলেন, এটা আমার কাছে যেমন চ্যালেঞ্জিং তেমন ভালো লাগারও বিষয়। এখানে পাহাড়ি ও বাঙালির একসাথে বসবাস। আমার মূল উদ্দেশ্য হচ্ছে সম্প্রীতির বাংলাদেশে পাহাড়ি ও বাঙালি সকলে মিলেমিশে একসাথে কাজ করা। যারা এখানে আছেন সকলের সহযোগিতা নিয়ে আমি বাঘাইছড়ি উপজেলায় যে সমস্ত সমস্যা গুলো আছে তা যথা সম্ভব সমাধান করা যায় সে চেষ্টা করবো।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়