Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

রাঙামাটি সাংবাদিক সমিতির বৃক্ষ সৃজন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪১, ১৬ আগস্ট ২০২২
রাঙামাটি সাংবাদিক সমিতির বৃক্ষ সৃজন

রাঙামাটি সাংবাদিক সমিতির বৃক্ষ সৃজন কর্মসূচি

প্রাণ-প্রকৃতি বাঁচাতে বৃক্ষ সৃজনে সামিল হউন’ এই স্লোগানকে উপজীব্য করে স্বাধীনতার ৫১তম বর্ষ উদযাপনে রাঙামাটির ৫১ প্রতিষ্ঠানে বৃক্ষ সৃজন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার(১৬ আগস্ট) সকালে রাঙামাটি পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রাঙামাটি পৌর নাগরিক অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা এম জিসান বখতেয়ারসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও রাঙামাটি সাংবাদিক সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমার প্রিয় কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হলো বৃক্ষরোপণ। রাঙামাটির তরুণ সাংবাদিকদের এটি একটি মহৎ উদ্যোগ। আমাদের সবাইকে বৃক্ষরোপণে আগ্রহী হতে হবে এবং পরিচর্চা করতে হবে।

রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে জানান, স্বাধীনতার ৫১তম বর্ষে আমরা রাঙামাটির ৫১টি প্রতিষ্ঠানে বৃক্ষ সৃজনের উদ্যোগ গ্রহণ করেছি। রাঙামাটি পার্কে বৃক্ষ সৃজনের মধ্যদিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

-সিভয়েস/এমডি/পিবি


 

সর্বশেষ

পাঠকপ্রিয়