বান্দরবানের ম্রো পাড়ায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
রাঙামাটি প্রতিনিধি

বান্দরবানের লামার সরই ইউনিয়নের রেংয়েন ম্রো কার্বারি পাড়ায় অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে হিল উইমেন্স ফেডারেশন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙামাটির জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে প্রতিবাদ কর্মসূচি থেকে তারা হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য সোনারীতা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, সাধারণ শিক্ষার্থী এলি চাকমাসহ আরও অনেকেই।
বক্তারা বলেন, রাতে আঁধারে লামার রেংয়েন ম্রো পাড়ায় হামলা, ভাঙচুর ও ম্রোদের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এই শীতের দিনে ম্রো পাড়ার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। এটা নতুন নয়, এর আগেও হামলা ও বনভূমিতে আগুন দেওয়া হয়েছে। বারংবার হামলা-অগ্নিসংযোগের পরও। প্রশাসনের নিশ্চুপতা উদ্বেগজনক।
তারা আরও বলেন, আমরা অবিলম্বে ম্রো পাড়ায় হামলাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি। অবিলম্বে লামা রাবার কোম্পানির ইজারা বাতিল করতে হবে। পাহাড়ের মানুষ কাঙ্ক্ষিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে হবে।
এর আগে গত রোববার রাতে রেংয়েন ম্রো পাড়ার তিনটি ঘরে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়। তিনটি ঘর ভেঙে দেয়া ও দুইটিতে হামলা চালানো হয়েছে। এদিকে ঘটনার চারদিন গেলেঈ এ ঘটনায় এখনো মামলা হয়নি। গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
তবে ম্রো পাড়ায় হামলার ঘটনায় লামা রাবার কোম্পানি লিমিটেডের লোকজনকে দায়ী করলেও তারা অভিযোগ অস্বীকার করেছেন। এর আগেও লামার তিনটি ম্রো পাড়ায় অধিবাসীদের জুম ও বনভূমিতে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে রাবার কোম্পানির বিরুদ্ধে।